স্টাফ রিপোর্টার : নির্মল ইন্দু সরকার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে গতকাল ৩ এপ্রিল,বৃহস্পতিবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফা কামাল বাবুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খোরশেদ আলম, মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুক,আদাঐর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জন আনোয়ার হোসেন।
আদাঐর ইউনিয়ন যুবদলের সভাপতি সরদার আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজাল পাঠান সহ বিএনপি, যুবদল এবং ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।