বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবান আলীকদমে ৩১বীর সেনাজোনের আয়োজনে মুরং সম্মেলন অনুষ্ঠিত হয়। মুরুং সম্প্রদায়ের লোকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ করা হয়।
আজ (২১ সেপ্টেম্বর ২০২৩ইং) বৃহস্পতিবার সাড়ে দশটার সময় ৩১বীর জোনের আওতাধীন জোন ক্যান্টিন সংলগ্ন সেনা কনফারেন্স হল রুমে সেনাজোনের আয়োজনে এক মুরুং সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএ- ৬৫৪২ লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান পিএসসি, (৩১বীর অধিনায়ক), বিএ- ৭৬১৩ মেজর মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি (৩১ বীর উপ অধিনায়ক), ও বিএ- ৯৫৩৪ মেজর আজিজুল হাকিম প্রিন্স ( জোনাল স্টাফ অফিসার ৩১ বীর) নেতৃত্বে পার্বত্য অঞ্চলে শান্তির সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে মুরুং সম্প্রদায়ের লোকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় লেঃ কর্নেল জনাব সাব্বির হাসান পিএসসি মহোদয় বলেন, মায়ানমার থেকে অবৈধভাবে গরু পাচার , ইয়াবা, বিদেশী মদ, গাঁজা ও সিগারেট সহ বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশ নিয়ে আসছে । যা দেশের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে । এতে সামাজিক শিষ্টাচার এবং পারিবারিক কলহ সৃষ্টি হচ্ছে ।
তিনি আরো বলেন, রাষ্ট্রদ্রোহী কাজ করা যাবে না, এলাকায় কোথাও কোন চোরাকারবাড়ি অথবা মাদকদ্রব্যের অপ্রীতিকর কোনো ঘটনা দেখলে যেন জোনকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।
অত্র ৩১ বীর জোনের আওতাধীন অঞ্চলে অসহায় হতদরিদ্র ক্ষুদ্র নিগোষ্ঠীর উপজাতীয় মুরুং সম্প্রদায়ের বসবাসরদের সহযোগীতার হাত বাড়িয়ে বন্ধুত্ব ও ভাতৃত্বের বন্ধন সুদূঢ় করে পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার নির্মিত্তে ভবিষ্যতে মাননীয় জোন কমান্ডার মহাদয় কল্যাণ মূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান।
পরিশেষে মাননীয় জোন কমান্ডার মহোদয় সকলের উদ্দেশ্যে তাদের এলাকার কোন সমস্যা আছে কিনা জানতে চায়। এরি প্রেক্ষাপটে ক্রাতপুং ম্রোঃ (কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ) বলেন যে, বর্তমানে যে সরকারি / বেসরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা পাড়ার স্কুলে পড়ায় তারা কেউ নিয়মিতভাবে স্কুলে যায় না এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করে না। সাংবাদিক মোঃ হাসান বলেন যে,মটর সাইকেল এবং অটোরিকশা নিরাপত্তার বিষয়ে জোর দার করতে।
অনুষ্ঠানের শেষে মুরুং সম্প্রদায়ের লোকদের ৬০ (ষাট) জনের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করেন। প্রতি জনকে চিনি-২ কেজি, আটা- ২ কেজি, চা পাতা- ২৫০ গ্রাম এবং লবণ – ১ কেজি প্রদান করা হয়।