মাহাবুব মন্ডল, আশুলিয়া, সাভার।
সাভারের আশুলিয়ায় কাগজের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৯ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে সাভার উপজেলার আশুলিয়া জামগড়া এলাকার আজিজিয়া মাদ্রাসার সামনে মরদেহটি পাওয়া যায় বলে আশুলিয়া থানার এস,আই শরিফ আহমেদ এ প্রতিবেদককে জানিয়েছেন।
তিনি বলেন, সকালে পথচারীরা কাগজের কার্টনে এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।
এস,আই শরিফ বলেন, ওই নবজাতকের বাবা-মা কে, এবং কারা এখানে লাশ ফেলে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।