স্ট্যাফ রিপোর্টার
কটিয়াদী কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম
বক্তব্য দেন, কটিয়াদী উপজেলা মডেল থানার ওসি তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা প্রমুখ, সভায় সাংবাদিক ও উপজেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
কটিয়াদী উপজেলা বিভিন্ন ইউনিয়নের বাল্যবিয়ে, গরু চুরি, কিশোর গ্যাং, মাদক নির্মূলের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন উপস্থিত বক্তারা।