1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কটিয়াদীতে ১০ জন ডাক্তার দিয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ চারটি উপ স্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসা থেকে বঞ্চিত এলাকাবাসী

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান – স্টাফ রিপোর্টার
কটিয়াদী ( কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন ডাক্তারের অনুমোদিত পদ থাকলেও ১০ জন ডাক্তার দিয়ে চলছে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৪টি ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র। ৫০ শয্যার কাঠামোতে জনবল সংকট থাকায়  অনিয়ম ও অব্যবস্থাপনা চলছে হাসপালটির স্বাস্থ্যসেবার কর্যক্রম। প্রতিদিন আউটডোরে ৭শ থেকে ৮শত রোগী সেবানিতে আসলেও সঠিক সেবা নিতে পারে না কেউ। অন্যদিকে প্রশাসনিক অনুমোদন না থাকায় ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবন কাজে আসছে না। মূল ফটকে তালা।

জানা যায়, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাঠামোতে চারটি উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ চিকিৎসক পদ রয়েছে ৩১জনের। এর মধ্যে ১৫ জন চিকিৎসক পদায়ন থাকলেও ৫জন চিকিৎসক  ডেপুটেশনে রাজধানী ঢাকা কিংবা তাদের সুবিধাজনক স্থানে রয়েছেন। মাতৃত্বকালীন ছুটিতে আছেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তাসহ ১০জন ডাক্তার দিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। এর মধ্যে একজন আবাসিক ও ৪ জন মেডিকেল অফিসার, দুইজন কনসালটেন্ট ও একজন ইউনানী চিকিৎসক, একজন  হোমিও চিকিৎসক (সপ্তাহে ৩দিন)। অন্যদিকে  ছত্রিশ কোটি টাকা ব্যয়ে ৫০ থেকে ১০০ শয্যা হাসপাতাল হিসেবে উন্নীতকরণের জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করেন।   সেখানে রয়েছে একটি চারতলা একটি সাততলা বিশিষ্ট সুবিশাল ভবন। ভবনে রয়েছে অপারেশন থিয়েটার, পরীক্ষা নিরীক্ষার ল্যাব, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি মেশিনসহ আধুনিক সুযোগ সুবিধা। উন্নত বিদ্যুৎ সঞ্চালনসহ জেনারেটর ব্যবস্থা। আছে অক্সিজেন প্লান্ট। কমপ্লেক্স সীমানার ভেতরে নির্মাণ করা হয়েছে ডাক্তার এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য বহুতল আবাসিক ভবন। অবকাঠামোগত উন্নয়নের ফলে এলাকাবাসী চিকিৎসা সেবা নিয়ে আশান্বিত হয়েছে। কিন্তু  প্রশাসনিক অনুমোদন না হওয়ায় তালাবদ্ধ রয়েছে সকল কার্যক্রম।  আগের ৫০ শয্যা হাসপাতাল কাঠামোর ভিত্তিতেই ঠাসাঠাসি ঘিঞ্জি পরিবেশে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি।

হাসপাতাল সূত্রে জানা যায়,  দৈনিক ৭-৮শ’ রোগী বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন। তাছাড়া অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ভর্তি হন ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী। তাদেরকে ফ্লোরে বা বারান্দায় রেখে চিকিৎসা করাতে হয়। ১০০ শয্যা অনুমোদন হলে বিশেষজ্ঞ ডাক্তারসহ ৫০ জনের অধিক ডাক্তার পদায়ন হবে। নবনির্মিত ভবনে রোগী স্থানান্তর হলে ঘিঞ্জি পরিবেশ থাকবে না। সকল ধরনের রোগী উন্নত চিকিৎসা  সেবা নিতে পারবেন। এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোসহ পরীক্ষা-নিরীক্ষার আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলের অভাবে তালাবদ্ধ আছে।
দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় তালাবদ্ধ থাকায় হয়তো কোটি টাকার এসব যন্ত্রপাতি ব্যবহারের অনুপোযোগী বা অকেজো হয়ে যাবে। এগুলোর ব্যবহার শুরু হলে দরিদ্র, হত দরিদ্র ও সাধারণ মানুষ ন্যায্যমূলে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা সেবা নিতে পারতো।

সরেজমিন দেখা যায়,  টিকেট কাউন্টারের অব্যবস্থাপনা। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত টিকেট কাউন্টারে ভিড় লেগেই আছে। কাউন্টার কক্ষটি খুবই ছোট। একই কক্ষে নারী-পুরুষ ঠেলাঠেলি করে টিকেট নিতে হয়। ডাক্তারের সংখ্যা কম থাকায় অনেক রোগীরা ডাক্তার দেখানোর জন্য টিকেট কেটেও ডাক্তার না দেখিয়ে বাড়ি ফিরতে হচ্ছে।

উপজেলার আচমিতা থেকে চিকিৎসা নিতে আসা মর্জিনা জানান, ‘বড় বড় বিল্ডিং অইছে। কিন্তু ডাক্তার কম, লম্বা লাইনে দাঁড়িয়ে টিকেট নেওন লাগে, আবার ডাক্তারের রুমে গিয়া লাইনে খাড়ান লাগে। পরীক্ষা-নিরীক্ষা করন লাগে বাইরের ক্লিনিক থাইক্ক্যা। ওষুধ কিছু দেয়। বাকিগুলো বাইরে থাইক্ক্যা কিনুন লাগে।’

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. ঈসা খাঁন জানান, আউটডোরে প্রতিদিন ৭-৮শ রোগী হয়। জরুরি বিভাগ কিশোরগঞ্জের মধ্যে অন্যতম ব্যস্ততম। একজন ডাক্তার ২৪ ঘন্টা জরুরি বিভাগে ডিউটি করে। ডাক্তাতের সংখ্যা কম থাকায় রোগীদের সেবাদিতে আমরা হিমসিম খাচ্ছি। ১০০ শয্যা হাসপাতালের কার্যক্রম চালু হওয়ার জন্য
আমরা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি।  অনুমোদন পেলেই কার্যক্রম শুরু করতে পারবো। এ ব্যাপারে যোগাযোগ অব্যাহত আছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যেই অনুমোদন হয়ে যাবে।

মিজানুর রহমান
কটিয়াদী ( কিশোরগঞ্জ)
তারিখঃ ০৯-০৪-২০২৫ ইং

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট