মুন্সী ফরহাদ হোসেন
মাদারীপুর :কালকিনি উপজেলা
মরণ ব্যাধি ঘাতক ডেঙ্গু ছড়িয়ে পড়ছে বাংলাদেশের শহর, গ্রামগঞ্জে, বিভিন্ন স্থানে। বতর্মান প্রেক্ষাপটে আয় থেকে ব্যয়ের পরমাণ বেশি হওয়ায় সবার পক্ষে ডেঙ্গু রোগীর চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তথ্যানুসন্ধানে জানা গেছে, প্রতিদিন রাজধানী ঢাকার সহ দেশের গ্রামগঞ্জেবিভিন্ন হাসপাতালে – ক্লিনিকে গড়ে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। কোন কোন হাসপাতালে সিট না পাওয়ায় ফ্লোরে রোগীর চিকিৎসা চলছে। এভাবে প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তি হতে থাকলে হাসপাতালে ক্লিনিকে ডাক্তার ও নার্সের সংকট দেখা দিবে। রোগী হাসপাতালে ভর্তি করে রাখার জায়গাও পাওয়া যাবেনা। ডেঙ্গু রোধে প্রত্যেক মানুষকে সচেতন হওয়া জরুরি। যত্রতত্র ময়লা স্তুপাকারে রাখা যাবেনা। কোথাও ময়লা দেখা মাত্র পরিষ্কারের উদ্যোগ নিতে হবে এবং নীচু স্থানে বৃষ্টির পানি জমে থাকলে পানি নিষ্কাসনের ব্যবস্থা করতে হবে। ডেঙ্গু আতঙ্কে রয়েছে অনেক পরিবার। বর্ষায় বৃষ্টিতে নীচু এলাকা পানিতে ডুবে গেছে। প্রায়ই পানি পঁচে এখানে দূর্গন্ধের সৃষ্টি হয়। ডেঙ্গু মশার উপদ্রব থেকে রক্ষা পেতে হলে এখনই জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ ব্যাপারে সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন পন্থায় লোকজনকে সচেতন করা অতীব জরুরি। তবেই এই ডেঙ্গু নামক মরণ ব্যাধি রোধ করা সম্ভব। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।