স্টাফ রিপোর্টার: মোঃ সোহেল রানা
নূরানী বৃত্তি কল্যাণ সংস্থা বাংলাদেশ সংস্থা থেকে আয়েশা সিদ্দিকা সার্টিফিকেট ও মেডেল লাভ করেন
জামালপুরের ০১মার্চ ২০২৫ইং সকালে শিল্পকলা একাডেমিতে নূরানী বৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ১২টি নূরানী মাদ্রাসার ৬শ জন অংশগ্রহনকারীর মধ্যে ১৬০জন শিক্ষার্থীকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে মাদারগঞ্জ বাকুরচর উত্তরপাড়া নূরানি কিন্টার গার্ডেন মাদ্রাসা ৩ জন ট্যালেন্টপুল এবং ৭ জন সাধারণ গ্রেট পেয়ে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় ।
এবং মাদারগঞ্জ বাকুরচর উত্তরপাড়া নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা,
দশ জন শিক্ষার্থী তিনজন ট্যানেলপুল, ৭ জন সাধারণ গ্রেট পেয়ে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ৩জন ট্যানেলপুল মধ্যে একজন হলেন আয়েশা সিদ্দিকা । ছোট্ট আয়েশা সিদ্দিকা ২০১৮ সালে ২৭ ডিসেম্বর জামালপুর জেলা মাদারগঞ্জ থানা বাকুরচর গ্রামে জন্মগ্রহণ করেন , পিতা মোঃ সোহেল রানা। মাতা সোনিয়া আক্তার । ছোট্ট আয়েশা সিদ্দিকা ছোটবেলা থেকেই কবিতা, ছড়া পাশা পাশি খেলাধুলা পছন্দ করে । এবং ইসলামী গান শুনতে ভালোবাসে ।