স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার পোদ্দারপাড়া এলাকার তরুণী ইসরাত জাহান ইমা (২৬) প্রমাণ করেছেন যে শখ থেকে শুরু করলেও মনের জোর আর পরিশ্রম থাকলে সাফল্য ধরা দেয় বইকি। মাত্র ২০০০ টাকা পুঁজি নিয়ে ২০২০ সালে শুরু করেছিলেন কেক বানানোর ছোট্ট একটি অনলাইন ব্যবসা। আজ সেই উদ্যোগই এনে দিয়েছে তাকে আত্মনির্ভরতার স্বপ্ন পূরণের পথ।
ইমার অনলাইন পেজের নাম ‘The Cake Fairy’। শুরুর দিকে হয়তো অনেকেই সন্দেহ নিয়ে দেখেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইমার কেকের স্বাদ আর গুণে মুগ্ধ হয়েছেন সবাই। এখন তিনি প্রতি মাসে আয় করছেন ২৫ থেকে ৩০ হাজার টাকা।
তার এই সাফল্যের পেছনে রয়েছে পরিবারের অমূল্য সহযোগিতা। মা রাখিয়া খানম সবসময় পাশে থেকে সহযোগিতা করেন কেক তৈরির কাজে। আর বাবা নুরুল হক মেয়েকে দিয়েছেন মানসিক সাহস ও অনুপ্রেরণা।
ইমার কেকের চাহিদা দিনে দিনে বাড়ছে। যদিও তার কেকের দাম বাজারের তুলনায় কিছুটা বেশি, তবুও স্বাদের কারণে এলাকার মানুষজন ইমার কেকই পছন্দ করেন। গ্রাহকরা বলছেন— “দাম একটু বেশি হলেও ইমার কেক খেতে খুবই সুস্বাদু, তাই আমরা বারবার ওর কাছ থেকেই কেক অর্ডার দিই।”
একটি ছোট স্বপ্ন, পরিবারে ভালোবাসা আর নিজের পরিশ্রম—এই তিনে মিলে ইসরাত জাহান ইমার গল্প হয়ে উঠেছে অনেক তরুণ-তরুণীর অনুপ্রেরণার উৎস।