কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোর জেলার শার্শা উপজেলাধীন বেনাপোল পৌর সীমানার প্রবেশ দ্বারের নিকটস্থ একটি পরিত্যাক্ত পানি ভর্তি উন্মুক্ত কালভার্ট হতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যাক্তি(৪৫)’র অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ ইব্রাহিম হোসেন। এ বিষয়ে তিনি জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালভার্টের নীচে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। লাশটির গায়ে কালো রংয়ের টি-শার্ট, কোমরে গামছা বাঁধা ও পরনে লুঙ্গি ভাঁজ করা অবস্থায় পাওয়া যায়, লাশটির শরীরে পোকা ধরেছে। অনুমান করা হচ্ছে গত ৬/৭ দিনের মরদেহ এটি।
উদ্ধার করা লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তে মৃত্যু’র কারণ জানা যাবে বলে ওসি তদন্ত জানান।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।