1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তবে গুরুতর না হওয়ায় তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চান্দ ও বারেক নামের দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে চান্দের পক্ষের এক যুবকের সিএনজিচালিত অটোরিকশায় বারেকের পক্ষের একজন লাঠি দিয়ে আঘাত করেন। এ নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে। কিন্তু মঙ্গলবার ভোর ৫টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় প্রায় ১৫-২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট