আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) ঃ গত ৯-ই এপ্রিল দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত
স্বেচ্ছাসেবক দলের নৈহাটি ইউনিয়ন শাখার সহ সভাপতি তারিকুল বাবু এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মনির হোসেনকে দেখতে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু-র নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আহতদের নিজ বাড়ি ইলাইপুর (মাসুয়াডাঙ্গা) গ্রামে ছুটে আসেন।নেতারা তাদের চিকিৎসা এবং সার্বিক খোঁজ খবর নেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ তৈয়েবুর রহমান, জেলা বিএনপির সদস্য ও টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আছাফুর রহমান,খুলনা জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বনি আমিন সোহাগ,৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ শেখ প্রমুখসহ রূপসা উপজেলা ও নৈহাটী ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নৈহাটি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু সমাপনী বক্তব্যে দূর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান এবং উপস্থিত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।