ভ্রাম্যমাণ প্রতিনিধি : প্রসেন্দ্র বৈদ্য রনি
অদ্য ০৮/০৪/২০২৫ খ্রিঃ তারিখ শ্রীমঙ্গল থানার এসআই(নিঃ)/শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর ৭২/২০১৯ (শ্রী) এর ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী সুমন মিয়া, পিতা-মৃত মবশ্বির মিয়া, সাং-বরুনা (বড়বাড়ি/ মোকামবাড়ি), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে বরুনা সাকিন হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।