মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ ও লুটপাটের অভিযোগে মামলা দায়েরের পর এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
গত ৩১ মার্চ এটিএন নিউজ এবং দৈনিক যুগান্তর পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। সাংবাদিক মোস্তাফিজুর রহমান জানান, সংবাদ প্রকাশের পর ২ এপ্রিল বিকেলে বদরপুর ইউনিয়নের মিঠাপুর সুইচগেট বাজারে প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল, তার ভাই লোকমান ও গ্রাম পুলিশ ইলিয়াস। তারা হুমকি দিয়ে বলেন, “সাংবাদিক মোস্তাক নিউজ করেছে, ওর হাত পা কেটে হত্যা করা হবে।”
সাংবাদিক মোস্তাফিজুর রহমান আরও জানান, হুমকির প্রমাণ হিসেবে তার কাছে একাধিক ডকুমেন্ট রয়েছে। তিনি জীবনের নিরাপত্তার জন্য পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী পরিবারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যা নিয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মদ জানান, সাংবাদিক মোস্তাফিজুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশ্বাস দেন, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।