1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কটিয়াদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবক ও শিশু নিহত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান – স্টাফ রিপোর্টার
কটিয়াদী/ কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস- পিকআপের সংঘর্ষে প্রান্ত চন্দ্র বর্মন (২০) নামে এক পিকআপ চালকের সহকারী ও ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মুরসালিন হোসেন (৫) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।
রোববার সকালে কটিয়াদী – মঠখোলা সড়কের মান্দার কান্দি ও শনিবার বিকালে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া পশ্চিম চাতল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে দুর্ঘটনা দুটি ঘটেছে।
নিহত পান্ত চন্দ্র বর্মণ নারায়নগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে ও শিশু মুরসালিন হোসেন কটিয়াদী উপজেলার বাঘবেড় গ্রামের মল্লিক হোসেনের ছেলে।
জানা যায়, কটিয়াদী মঠখোলা সড়কে সকালে একটি পিকআপ মঠখোলা বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে প্রান্ত চন্দ্র বর্মন গুরুতর ভাবে আহত হন ৷ আহত অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । সংবাদ পেয়ে পারিবারের লোকজন হাসপাতালে এসে নিহতের লাশ সনাক্ত করেছেন।
শনিবার বিকালে শিশু মোরসালিন হোসেন উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পশ্চিম চাতল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে রাস্তা পারাপার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম পৃথক দুটি সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট