1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পটুয়াখালীতে এতিমখানা পরিদর্শন ও এতিম শিশুদের খোঁজখবর নিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:-
নিয়মিত কর্মসূচি অনুযায়ী পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার খোঁজখবর নিয়েছেন পটুয়াখালী এতিম শিশুদের। এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের  বেশ কয়েকটি এতিমখানা পরিদর্শন করেন।

২১ এপ্রিল (সোমবার) সকালে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত আরা জামান উর্মি সদর উপজেলার আউলিপুর ও মাদার বুনিয়া ইউনিয়নের কয়েকটি এতিমখানা ও মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় মাদারবুনিয়া ইউনিয়নের “উত্তর চারাবুনিয়া ফারুকিয়া হাফিজিয়া শিশু সদন” এর অধ্যায়নরত শিশু  শিক্ষার্থীদের সাথে কথা বলে সরাসরি খোঁজ খবর নেন। এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফারুক হোসাইন মাস্টারকে শিশুর স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নের তাগিদ দেন। এবং মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সকল সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না হয়। এ সময় তার পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত আরা জামান উর্মি বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ আমরা এই মাদ্রাসায় উপস্থিত হয়েছি। এমন ধর্মীয় প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের খুশিতে  আমরাও আনন্দিত। নিয়মিত বিভিন্ন এতিমখানায় পরিদর্শন আমাদের চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট